পরিকল্পনায় হোক সঠিক নীতি,
নির্ধারণের সঠিক মাপকাঠি ।
কঠিন বাস্তবতার ঘায়ে
আজ চূর্ণ-বিচূর্ণ পরিবেশ,
সমাজে অবক্ষয়ের চিত্রে
ধরা দিচ্ছে শূন্য বিবেকবোধ
মানবতা-বিহীন শুষ্ক হৃদয়,
হারিয়ে যাচ্ছে সার্বিক মূল্যবোধ,
হরেক দূষণে ছারখার সার্বিক উন্নয়ন
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উন্নয়নের গাড়ি ।
সঠিক পরিকল্পনা, সঠিক নীতিই
হতে পারে উন্নয়নের একমাত্র মাপকাঠি,
আর এই মাপকাঠির পিছনে মাপকাঠি হল
সমাজের আত্মবিশ্লেষণ, সচেতনতাবোধ ।
শুদ্ধ পৃথিবী গড়ে তুলতে জেগে উঠুক মানব-সমাজ,
ঐক্যের বন্ধনে সৎ ও সুসভ্য চিন্তাধারায়
করে উঠুক উন্নয়নের নয়া ইতিহাস ।।