ও জোনাকি, আয় না আমার ঘরে
মিঠে আলোর সুধার খেলায় ভরে,
ভরিয়ে দে তুই মধুর ভালোবাসায়
শান্তি আসুক সবার মনে বরিষ ধারা ধরে ।
ও জোনাকি, আয় না আমার ঘরে,
নিভিয়ে দেব ঝাড়বাতি সব, জাগবে শুভ চেতন,
তোর পরশে দূর হবে সকল আঁধার
ইচ্ছে খুশির ডানায় গাঁথবি জয়ের কেতন ।
ও জোনাকি,আয় না আমার ঘরে
সারাটি রাত বুনবো আশার গান,
দেখবো স্বপন নব রাঙা বসন্তে
সোহাগ রাতে সাজাবো বাসর রাতের বাগান ।।