মেঘ-মুক্ত আকাশে উজ্জ্বল ছিল  এক নক্ষত্র
এক সূত্রে বেঁধেছিল আলোয় আলোকিত একটি পরিবার,
সুখ-দুঃখ, হাসি-কলরবে, আলোর ছটায়  কাটতো প্রহর
হঠাৎ ঘটলো নক্ষত্রপতন, ভেঙ্গে গেল  হৃদয় পরিবারের সবার ।

ভরাক্রান্ত মনে খুঁজে চলি সেই নক্ষত্রের স্মিত হাসির পরশ
যার ছত্রছায়ায় নিহিত ছিল ‘অন্যবাক”-এর সম্মুখ পথের দিশা,
প্রতিটি ছন্দে স্মৃতির পাতায় স্মরণ করে চলি তাঁরই প্রতিচ্ছবি
তাঁকেই অনুসরণ করে একসাথে ঘোঁচাবো মোরা আগামীর নিশা ।

নক্ষত্র নেই, কিন্তু নক্ষত্রের জ্যোতি এখনও বিদ্যমান
প্রতিটি মানুষের অন্তরে জ্বলবে নক্ষত্র-আলো অনন্য বোদ্ধায়,
আছেন তিনি সুনির্মল আকাশে, আছেন সর্ব-মনো মাঝে
প্রনমি আজ সেই নক্ষত্রেরে বিনম্র গভীর শ্রদ্ধায়  ।।

                     ***