একাকিত্ব বোধ আচ্ছন্ন করে দেয়
জীবনের স্বাভাবিক ছন্দ, মনের বিকাশ,
যখন হারিয়ে যায় উচ্ছলতায় ভরা শিশুমন
গৃহবন্দী জীবনে অসংখ্য ভাবনা করে বাস ।
একটু নীলাকাশের স্বপ্ন-দেশ
সে কি আজ ব্যর্থ, বর্তমান ভবিষ্যত ?
অকালে ঝরে পড়ে কত কিশলয়ের আশা
তবু একফালি রোদ্দুর ডেকে যায়, ওপারে পর্বত ।
ঘুড়ি ওড়ানোর মাঠে যেথায়
শুধু খেলা করে দু'একটি তৃনদল,
জন্ম নেয় নির্জনতার লাবণ্য সেথায়
একাকিত্ব বুঝি সার্থক হয়, সন্মুখে ময়ূর মহল ।