নিজের পথে নিজে চলি
নিজের কথা নিজেই বলি,
কেউ কিছু ভাবলে কি যায়, কি এসে
মনটা যে নদীর স্রোতের মতো চলে ভেসে,
কথার ফুলঝুরি উড়াই
শব্দ মালা গেঁথে গেঁথে ইচ্ছামত বেড়াই,
সুখে লিখি মনের কথা
থাকে তাতে অনেক ব্যথা,  
বোঝে শুধু তা কথার মালা
মনে দেয় প্রবোধ সারাবেলা,  
আমার কথা হয় সব কুসুম-কলি
মনে যা ভালো লাগে, সবটাই বলি।।
          ***