তুমি মহান বীর, তুমি সকলের নেতাজি,
১৮৯৭ সালের ২৩শে জানুয়ারির পূর্ণ লগ্নে
কটকের পূণ্যভূমি আলো করে
এসেছিলে এ ধরা তলে
রত্নগর্ভা মাতা প্রভাবতীর ক্রোড়ে
বিশিষ্ট আইনজীবী পিতা জানকীনাথ বসুর গৃহে ।
স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে আপ্লুত
বিপ্লবী সচেতন মন হয়েছিল ভারাক্রান্ত
স্বদেশ মাতার শৃংখল-মোচনে
পরাধীনতার গ্লানি-মুক্তিতে
দেখেছিলে স্বপ্ন স্বাধীন ভারতবর্ষের ।
তোমার স্বদেশ রক্ষার কৃতিত্বে
কবিগুরু দেন আখ্যা ‘দেশ নায়ক’ ।
তোমার নেতৃত্বে গর্জে উঠেছিল
'আজাদ হিন্দ ফৌজ’ ।
আজও উন্মোচিত হয়নি তোমার মৃত্যু রহস্য ।
হে নেতাজি আবার ফিরে এসো
তোমার পুণ্যভূমি ভারতবর্ষে,
তোমার আসন এখনো শূন্য
করো প্রকৃত শৃংখল-মুক্ত এ দেশ ।
*****