কি যে হলো অভ্যাস
এক মুহূর্ত মুঠোফোন ছাড়া
থাকতে পারে না কেউ ।
শিশুর ডাকে---
মাথা নাড়া ছাড়া
দেয়না মা কোনো সাড়া,
শুভ সকাল আর সুপ্রভাত জানাতে
তিনি যে খুব ব্যস্ত এখন মুঠোফোনে ।
খেলাধুলা উঠেছে শিকেয়
শেষ হতে চলেছে বিকালের আড্ডা তাস খেলা,
ব্যস্ত কিশোর যুবক মুঠোফোনে
নেই সঠিক সময় নাওয়া খাওয়ার,
চোখ, মাথা, হৃদয়ের অন্তস্থল
ভরা থাকে ধোঁয়াশায় ।
মুঠোফোনের দৌলতে আসে কত বিপদ
কিশোর-কিশোরী, তরুণ-তরুণী পরে দুর্বিপাকে
রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে অবিরত ।
কালের বিবর্তনে, সময়ের গতিশীলতায়
তবুও অপরিহার্য মুঠোফোন,
দ্রুত কার্য সম্পাদনে, যোগাযোগের মাধ্যমে
সে যে এক অতি ভাল বন্ধু ।
ব্যবহার করো তারে সতর্কতা মেনে
যথাযথ সম্মান দিয়ে, সৎ উদ্যোগে
তবেই হবে জয় মুঠোফোন ব্যবহারের ।।
******