সবুজ ছায়া শীতলতায় ঘেরা গ্রাম খানি
লাল মাটির পথ ধারে ফোটে বুনোফুল লতা,
ছোট-বড় ঘরগুলি আছে ছাওয়া খড়ের চালে
মানুষগুলি বড়ই সরল, নাই মনে কোন জটিলতা।
গ্রীষ্মের প্রখর রোদে সূর্যের লাল হাসি
বর্ষায় ছোট নদী ছল ছলিয়ে চলে আঁকে-বাঁকে,
শরতের আকাশে শিউলির সুগন্ধে ভাসে সাদা মেঘের ভেলা
মন পড়ে থাকে তারই তরে হেমন্তের শিরশিরানির ঝাঁকে ।
শীতের মিঠে বেলায় ধান ওঠে ঘরে
পিঠে-পুলি পায়েসের গন্ধে ভরপুর হয় প্রাণ,
বসন্তের কোকিলের কুহু কুহু রবে
পলাশের লালে ছোটে রঙের বান ।
ভালোবাসার আলিঙ্গনে ঘেরা গ্রামে
সবাই আপন সেথা, ভরে থাকে মুগ্ধতায়,
প্রদীপ শিখার স্নিগ্ধ আলোর আবৃতাচ্ছন্নে
ঐক্যের বন্ধনে বাঁধে প্রত্যেকে একে অপরের সহায়তায় ।