মুগ্ধ আকাশে
__________
মায়াবী রাতে,
কুহেলিকা ঘেরা,
ছায়া ছায়া আঁধার,
চাপা বাতাসের কথা,
আধ ফালি চাঁদের সাথে,
ভেসে যায় বহুদূরে,
মেঘের পর্দা ছিড়ে,
উঁকি দিয়ে কারা,
আকাশে মাতে।।