ভালোবাসায়.....
কেটে যায় দিন,
মৌমাছির মৌতাতে,
আনাগোনা ফুলবনে.....
সঞ্জিত অস্ফুট আশায়,
জ্বলে মনের অন্দর,
হৃদয় গভীরের......
রাগ অনুরাগে,
সুপ্রত্যাশায়।।