মরমে মরমে
বেজে যাওয়া হৃদয়ের মর্মর-ধ্বনি
চোখের কোণের অন্তরালে
লুকিয়ে থাকা ভাষা
পরশে পরশে
বেদনার অব্যক্ত যন্ত্রণা
কুরে কুরে খায়
সারা মন-প্রাণ জুড়ে ।
শরীরের প্রতিটি রক্তকণিকা
খুঁজে বেড়ায় সেই মন-প্রাণ
যেখানে আছে এক রাশ ফুলের আঘ্রাণ
সুখের ঘরে ভর করে
উথলে ওঠে কপোত-কপোতীর উচ্ছ্বাস
মলিন জীবণ ছারখার করে
ফিরে আসে উচ্ছল যৌবন ।।