মরীচিকার পিছু পিছু চলেছি ছুটে
অজানা এক পথের সন্ধানে,
ভেসে আসা অচেনা মানুষের শোরগোল
বন্দী করি দুর্নিবার আকর্ষণে, স্বপ্নের বন্ধনে ।

কত পথ, কত নদী, কত পর্বত, কত সাগর
পার করে চলি এক অনন্য অনুভূতির মিশ্রণে,
লোভাতুর-মন বাধে না কোন মানা
টেনে নেয় সুন্দর প্রকৃতি চুম্বক গতির সংকর্ষণে ।

চলতে চলতে সামনে পেলাম এক অপূর্ব গুহা
মনি-মানিক্য ও বিভিন্ন রত্ন সম্ভারে পূর্ণ,
অতি প্রত্যাশা-গ্রস্থ হাতের পরশে
অহংকার আর লোভের দর্প হল চূর্ণ ।

দূর্বল শিহরণ জাগায় মনের অলিন্দে
লোভের বশবর্তী হয়ে মরীচিকা ধাওয়া ?
রক্তের ঠান্ডা স্রোতে ফেরে সুচিন্তন
স্বপ্নের বন্ধনে অজানা পথ যায়না পাওয়া ।।
                         *******