প্রকৃতি সেজেছে খুশির সাজে
মাঠভরা কাশফুলেতে লেগেছে দোদুল-দোল,
শিশুদের কলকাকলির ছন্দে মনোবীণা বাজে
প্রাণবন্ত উচ্ছ্বাসে বাতাসে ভরেছে সবুজ বোল ।

আসছেন মা, সবার ঘর হবে আলো
বইবে আনন্দের জোয়ার শারদীয় পরশে,
ছুটির ঘন্টা বাজবে, মনটা হবে ভালো
ভরবে মিলন মেলা মিষ্টি-মধুর উচ্ছলতার হরষে ।।
              ******