নিবিড় গভীরতায় জমে থাকে মনের কত কথা,
সেথায় আছে সুখ দুঃখ রাগ অনুরাগের ব্যাথা।
দিনের শেষে রাতের আধারে খোঁজে সেথা গভীরতা,
ক্লান্ত পথিক খোঁজে একটু প্রেম ভালোবাসার স্নিগ্ধতা।
জীবনের খরকুটো ভেসে যায় অচেনা বসন্তের বিলাপে,
হৃদয়ের দোদুল দোলে উড়ে যায় দুঃস্বপ্নের প্রলাপে,
নীরবতা ভেঙ্গে জাগে শত রাগের নব আলাপে।।