মনকে কতটুকু চিনি ....
মনের ইচ্ছারা কখনো ডানায় ভর করে
কখনো ছুটে চলে সাত সাগর তেরো নদীর ওপারে,
কখনোবা নিজের অগোচরে
মনের অনুভূতিগুলো ডানা মেলে উড়ে যায়
বিস্তৃত আকাশ-পাড়ে ।
মেঘের ভেলায় ভেসে দেখতে চায় মন
স্বপ্নিল জগতের গভীরতা
কৌতূহলে ভরে যায় মনের জানা-অজানার কথা,
গভীরতা আর কৌতূহলের নেই কোন শেষ
পাওয়া যাবে না কোন তল
শুধুই মন ভরে থাকে কিছু জিজ্ঞাসায়, কিছু কথায় ।।
***