এক পশলা বৃষ্টি শেষে
আকাশের এপার-ওপার জুড়ে
উঠেছে সাত-রঙা রামধনু,
আলোর ছ'টায় চাদরে মোড়া
সাত-রঙের গোলাপের গোছা
ভরিয়ে তুলেছে ব্যর্থ স্বপ্নের ডালা ।
মনের অলিন্দে দাঁড়িয়ে থাকা
আরেক অচেনা মন ছুঁয়ে যেতে চায়
বিচ্ছুরিত সেই স্বপ্নিল ভালোবাসায়,
সাত-রঙা মোমের শিখায় একাকার হওয়া
আঁধার-আলো মিলেমিশে সৃষ্টি করে চলে
এক অতৃপ্ত পবিত্র প্রেমের অনুভূতি । ।
******