ক্রমাগত একঘেয়েমি কাজের মাঝে
মন চায় একটুকু অবকাশ
চোখের কোনে ভাসে স্বপ্নিল বিচ্ছুরণ
সাত সাগরের ঢেউয়ে দৃশ্যমান নীল বিকাশ ।
প্রাণ চায় অচেনা এক পৃথিবীর পরশ
হৃদয় মাঝে সাতরাঙা রামধনুর মুগ্ধতা
কল্লোলিনী বাতাসে ভাসে পরিতৃপ্তির সুবাস
অপার আনন্দ-আবেশে আসে অপরূপ স্নিগ্ধতা ।
অবসরের উচ্ছলতায় মুক্ত হয়ে ওঠে হৃদয়
সব বাঁধা ছিন্ন করে সারা আকাশ ভরে ভালবাসায়
ছুটির ঘণ্টায় বেজে চলে বিজয়ের সুর
সোনালী রোদের চঞ্চলতা বেঁচে থাকে নতুন আশায় ।