মকর সংক্রান্তিতে গঙ্গা-সাগরে
সকল পাপ ক্ষয়ে চলেছে গঙ্গাস্নান,  
ঈশ্বরের কাছে পুণ্যের আশায়
মানুষের মনে জমেছে আনন্দের বান।

আবালো-বৃদ্ধ-বনিতা আর সাধু-সন্তদের ভিড়ে
মহাসমারোহে সেজেছে কপিল মুনির আশ্রম,
চারপাশ থেকে উঠছে জয়ধ্বনি
পুণ্যস্নানে ঘুঁচে যাক মানুষের যত ভ্রম।।
       *****