মহিষাসুর
তুমি পূজিত মহামায়ার সাথে
ভয় পাই মোরা তোমার রাঙা চক্ষুতে,
কিন্তু তোমার হৃদয়কে কেউ জানেনা
যা লুকিয়ে রেখেছ তোমার বিশাল বক্ষতে ।

মহিষাসুর
তোমার হাতে ধরা ওই কৃপাণের জোরে
দুর করো যত পাপ যত ভ্রম,
দুর করো মোদের অস্থিরতা
ঘুঁচে যাক সর্বমিথ্যা, সার্থক হোক শ্রম ।

মহিষাসুর
আকাশে উড়াও তব জয়ধ্বজা
দেখাও তোমার সুগুনের পরিচয়
শান্ত কর পৃথিবীর কালিমালিপ্ত উল্লাস
তোমার হাত ধরে আসুক শান্তি, দুর হোক ভয় ।