শতাব্দীর সেরা নায়ক
সে মহানায়ক উত্তম,
প্রতিভার অভূতপূর্ব স্ফুরণে  
সে-ই চলচ্চিত্রের নরোত্তম ।

কভু তাঁরে দেখিনি সমুখে
শুনেছি তাঁর প্রতিভার কথা অনন্য,
আর দেখেছি সিনেমা-টিভির পর্দায়  
সুন্দর মিষ্টি হাসিতে লেগেছে অসামান্য ।

সাদা-কালোর আঁকি-বুকিতে
অসাধারণ চরিত্র-চিত্রনে আঁকা এক নাম,
শত-সহস্র মনে উদ্ভাসিত অরুণ-কিরণ
চাহনিতে সদা প্রাণবন্ততা বিরাজমান ।

বাংলা ছায়াছবির নবজোয়ারের সৃষ্টিতে
অভিনয় জগতকে দিলে অপরূপ মান,
দক্ষতার সাক্ষর আর মহান অঙ্গীকারে
রেখে গেলে তোমার অবিস্মরণীয় অবদান ।
             *********