হে মহাপ্রাণ দেশপ্রেমী
তুমি যুগিয়েছিলে বিপ্লবী ভরসা
জয়ের প্রদীপ শিখার দীপ্তি জ্বালিয়ে
জাগিয়েছিলে ভারতবাসীর মনে মুক্তির আশা।
স্বাধীনতার নব চেতনার উন্মেষে
শিখিয়েছিলে আত্মত্যাগের মহামন্ত্র
শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে
পরাধীনতা মোচনের মূলমন্ত্র ।
পূণ্য লগনে পূণ্য তিথিতে
বার বার আস তুমি ফিরে
প্রাণে বল অন্তরের শুদ্ধতায়
থাকো সর্বজনের মাঝে অফুরন্ত শক্তি ঘিরে।
বিশ্বের ইতিহাসে দেশনায়কের উজ্জ্বলতায়
তুমিই করেছো জাগ্রত দেশপ্রেমের আলো
নেতাজী, যুগে যুগে তুমি এসো ফিরে
দেশের তরে হবে মঙ্গল, ঘুচবে আঁধার কালো।।