১৮৯৪ সালের ১লা জানুয়ারী ।
সুরেন্দ্রনাথ-আমোদিনীর ঘর
হয়ে উঠেছিল আলোকময়,
উত্তর কোলকাতার গোয়াবাগান
করেছিল বাঙালীর হৃদয় জয় ।
মহান পুরুষ সত্যেন্দ্র নাথ বসু ।
আলোকিত হয়েছিল হিন্দু স্কুল
কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ,
গনিতিক পদার্থ বিজ্ঞানের গবেষণায়
বিচ্ছুরিত হয়েছিল তাঁর সাধনার অঙ্গন ।
সফল বাঙালী পদার্থ বিজ্ঞানী ।
আলবার্ট আইনস্টাইনের যৌথ উদ্যোগের ফসল
পদার্থ বিজ্ঞানের এক অমুল্য দান,
বোস-আইনস্টাইন পরিসংখ্যানের ফলে
পদ্মবিভূষণে বিভূষিত হলেন মহান ।
পরিপূর্ণতায় বিজ্ঞানের শিক্ষক ।
শিক্ষকতার ছত্রছায়ায় ধন্য হয়েছিল বিশ্বভারতী
কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়,
শত শত ছাত্রের অলিন্দ স্পর্শ করেছিল তাঁর ব্যাক্তিত্ব
হৃদয়ে প্রতিষ্ঠিত করেছিল শ্রদ্ধার আলয় ।
ধন্য মহান মানুষ ।
ধন্য হয়েছিলেন মহান মানুষ
কবিগুরু, প্রফুল্ল চন্দ্র, ম্যারিক্যুরির সান্নিধ্য-দানে,
একসাথে চলেছিল সঙ্গীত সাহিত্যের অনুরাগ
দেশ প্রেমের আঙিনায় দেশাত্ববোধের গানে ।
কর্মে নিরলস প্রবল ব্যক্তিত্ব ।
প্রত্যক্ষে যুক্ত ছিলেন অনুশীলন সমিতির কর্মকাণ্ডে
নিরলস, কর্মঠ, মানব-দরদী হয়ে পেয়েছিলেন সন্মান
প্রতিটি বাঙালীর হৃদয়ে জাগরূক থাকবে
৪ঠা ফেব্রুয়ারি ১৯৭৪ তাঁর মহাপ্রয়াণ ।