ওগো শিমুল-কৃষ্ণচূড়া, অপরূপ রক্তিম রাগের পরশে,
জাগাও মনে অনুরাগের চেতনা সুললিত মুগ্ধতার হরষে ।
আকাশে শান্তির আবেশে, পরম অনুভূতিতে ছড়িয়ে হৃদয়ের ভালোবাসা,
পাখির কলকাকলিতে কাটে আঁধার, পবিত্রতার নতুন আশায়।
তটিনীর দোদুল দোলায় জলতরঙ্গের সপ্তসুর বাজে আনন্দে,
গোধূলির অস্তরাগে মধুর মিলনে সন্ধ্যার সন্ধিক্ষণ আসে সানন্দে,
আঁধারে তারা গোনায় প্রানবন্ত জাগ্রত চিত্ত সেথায় সদানন্দে ।।