মোবাইলের যুগ এনেছে এক বিবর্তন,
যোগাযোগের মাধ্যম হয়েছে সহজ,সরল
খবরের আদান-প্রদান মুহূর্তে হয় মুঠোবন্দী
ভিডিও-কল নিয়ে আসে প্রিয়জনকে পাশাপাশি
দুস্কৃতির কার্যকলাপ ধরিয়ে দেয় অবলীলায়,
জানা-অজানা তথ্য-সমৃদ্ধ সম্ভার নিয়ে এসেছে মোবাইল ফোন
তাই সারা বিশ্ব আজ ঘরের মাঝে অবিস্মরণীয় এক বন্ধু ।

এদিকে, একান্তে পথের ধারে দাঁড়িয়ে থাকা  
মায়ায় ভরা অভিমানী ডাক-বাক্সটা
একটা চিঠির প্রতীক্ষায় গোনে দিন,
কেউ তাকে চিঠি পাঠাতে বলেনা, ভ্রুক্ষেপও করেনা
অবহেলায় সত্যিই সে হতে চলেছে কঙ্কালসার
প্রযুক্তিকে সাক্ষী রেখে মেনে নিতে হয়
হয়তঃ তাকে নিয়ে ঘোষিত হবে সে মৃত অথবা অর্ধমৃত ।

কিন্তু, মোবাইলের অসুস্থ ব্যবহারে
এক শ্রেনীর মানুষ ভেসে যায় রসাতলে,  
অবৈধ কর্মকাণ্ডে পড়ে বিপাকে, পড়ে অথৈ জলে ।
ফেসবুকের অপব্যবহারে কখনও কখনও ভেসে যায়
তরুণ সমাজ এক গভীর অন্ধকারে অকালে
গৃহকর্ম ভুলে গৃহিণী হয় মত্ত মোবাইলে
অসতর্ক পদক্ষেপে ঘটে যায় পথে দুর্ঘটনা ।

ভালো মন্দ সবই আছে নিজের হাতে,
মোবাইলের সুফল ভোগ করতে গেলে
রাখতে হবে এক বিশেষ অঙ্গীকার
বজায় রাখতে হবে তার সুস্থ ব্যবহার,
কারণ, সে যে এখন বড়ই আপন
দেশের দশের সমাজের ছবি হয়ে
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুখ ও সমৃদ্ধির চাবিকাঠি ।।
            **