মিষ্টি চাঁদের সোহাগে
মুগ্ধতা আঁকে রেখা,
সুর ভাসে বেহাগে
ভাবালু চোখে দেখা ।
চন্দনী আবেশে মোড়ে
ভালোবাসার নতুন ছন্দ,
হৃদয়ের মাধুরীতে ভরে
রঙিন সুবাসের গন্ধ ।
অসংখ্য তারার মাঝে
জ্যোৎস্নার প্লাবন ভাসে,
আলোর মালার সাজে
মুক্ত আকাশ হাসে ।
খুঁজে ফেরে স্মৃতি
মধুর অন্তরায় আলোড়নে,
সঞ্চারিতে বিলম্বিত রীতি
অলিখিত ভাষা মনে ।
মেঘেরা আসে আনন্দে
উজ্জ্বল চন্দ্রিমার আশেপাশে,
সুস্নিগ্ধ পরিবেশে পরমানন্দে
উচ্ছ্বাসে বিশ্বাসে অবকাশে ।।
******