মেঘ ভেসে যায়
দুরান্তের ওপারে হায়,
ইচ্ছে ডানায় ওড়ে
মনের উচ্ছ্বাস ভরে ।
চেতনার নানান রঙে
রামধনু ওঠে ঢঙে,
স্বপ্নেরা রাঙিয়ে আকাশে
আচ্ছন্ন হয় বাতাসে ।
সপ্ত আবিরের পরশে
অজানা বন্ধন হরষে,
খুশির আঙিনায় দোলে
বসন্ত মধুর বোলে ।
সৃষ্টি সুধায় হাসে
বর্ষা তীব্রতার ত্রাসে,
প্রকৃতি দোদুল দোলে
নতুন রূপের তালে ।
ঘন নীল আবেশে
ছড়ায় বিমোহিত বেশে,
চোখের অশ্রু মুগ্ধতায়
ঝরে পড়ে অপরূপতায় ।
ভালোবাসার আঁকা স্মৃতি
জাগায় আশার গীতি,
বিরহের হবে অবসান
ভাঙবে সব অভিমান ।
ভ্রমরের গুঞ্জনের তানে
ময়ূর নাচে বনবিতানে,
হৃদয় গান গায়
মেঘেরা আসে যায় ।।