বাদলা মেয়ে নাম তার মেঘ বালিকা
থাকে সে অনেক দূরে,
উড়িয়ে নিয়ে আসে মেঘের মালিকা
বাজে সে নতুন সুরে ।

হঠাৎই সে মুচকি হাসি দিয়ে
ঝমঝমিয়ে ঝরে শ্রাবণ ধারা হয়ে,
ভিজি তার সাথে রিমঝিম ধ্বনি নিয়ে
বাদল ধারা শেষে উধাও শীতল বায়ু বয়ে ।

ভাসতে থাকে আকাশেতে নতুন সাজে
ভাসমান হয়ে চলে সে কোথায় কে জানে ?
তবু তারে খুঁজে বেড়াই উদাসী স্বপ্নের মাঝে
তার সনে কত কথা বলি মনে-প্রাণে ।

ধরা-ছোঁয়ার বাইরে থেকে
বৃষ্টি হয়ে সে শ্রাবণ ধারায় নামে,  
বনরাজির দল সবুজ রঙ মেখে
হাসি-খুশিতে নৃত্য করে সৌন্দর্যের ধামে ।।
                         ********