ময়ূর মেলেছে পেখম
নাচবে ছম-ছম,  
আকাশে কালো মেঘের ছোঁয়া
নামবে বাদল ঝম-ঝম ।  

ঘন সবুজ গাছগুলি সব
খুশির পরশে মেতেছে বনে,
প্রকৃতির উচ্ছাসে ময়ূর-ময়ূরী
তুলবে নতুন সাড়া সকল মনে ।।

                  *******