অপার মুগ্ধতায় ভরা মাতৃ-স্নেহ
পৃথিবীর প্রথম আলো দেখা তারই কোলে,
স্নিগ্ধতায় ভরা মাতৃ রূপ
জীবনের প্রথম ডাক ‘মা’ বলে।
পরম সুধায় ভরা মায়ের স্নিগ্ধ আঁচল
যার ছত্রছায়ায় একটু একটু করে হয় পথ দেখা,
পৃথিবীর সর্বশক্তি সম্পন্ন তাঁর স্নেহের আঁচল
যেখানে লুকিয়ে থেকে মনে হয় নই তো একা।
বাধাবিঘ্ন রক্ষাকারী সর্বংসহা জননীর আঁচল
পরম করুণায় ঘেরাটোপে বিরাজিত এক বিশ্ব শান্তি,
সর্ব ভয় নিবারণকারী তাঁর জয়ের আঁচল
আকাশ-সম তব বক্ষে ঘোচে সকল ক্লান্তি।
দেশ মাতৃকা, সেও তো মাতৃভূমি মা
যাঁর কোলে জন্ম, বেড়ে ওঠা শত শিক্ষায়,
থাকি সুরক্ষিত মাতৃভূমির কোলে
পরম যত্নের আঁচলে দীক্ষিত হই দেশ-মায়ের দীক্ষায়।
বিন্দু-বিন্দু রক্ত দিয়ে জন্ম দিয়েছে যে মা
সন্তানকে রক্ষা করে চলে তাঁর আঁচল দিয়ে আজীবন,
প্রকৃতি, জীবন-জীবিকা, সুরক্ষায় লালন পালন করেছে যে মা
সন্তানকে বুকে নিয়ে সগর্বে করে রাখে নিজের আঁচলের ধন।।
***