মায়াবী চাঁদের আচ্ছন্নতায়….
চেয়ে থাকি আকাশ পানে বারবার,
মেঘের পর্দার আড়ালে দেখি তাকে
কত রূপের বাহারে অপরূপতা তার ।

লুকোচুরির খেলায় মুগ্ধ হয়ে….
ডাকি তারে চুপি চুপি শুভ্রতার মায়ায়,
কখনো দেখি কালো মেঘে ঢাকা এক কলঙ্কিনী রূপ
কখনও বা দেখি আলোর চাদরে রূপালী স্নিগ্ধতায় ।

উচ্ছলতায় ঘেরা বাঁধভাঙ্গা হাসির ছোঁয়ায়….  
পাশাপাশি ছড়িয়ে থাকুক এক পরম আবেশ,
চলি পায়ে পায়ে তার হাতটি ধরে
ছড়িয়ে থাকুক চারিদিকে এক স্বপ্নিল রেশ ।

রাখবো তারে যতনে সারাটি রাত ধরে….
দুঃখ ভুলে অসীমের মাঝে,  
ব্যাকুল হৃদয়ে জুড়ে থাক মনে-প্রানে
ভালোবেসে আপন মহিমায় ভাস্বর হয়ে সর্ব সাজে ।।

             **