সর্বংসহা জননী তুমি পরম পূজনীয়া মাগো,
সবার ঊর্ধ্বে ক্ষমা-দাত্রী, তুমি দেবী স্বরূপা হয়ে জাগো ।
শত কষ্টের সীমানা কাটিয়ে সদা অন্ন তুলে দিয়েছ সন্তানের মুখে,
বুকভরা স্নেহে করেছ লালন-পালন ভুলিয়েছো সব দুঃখ পরম সুখে ।
তুমি মোদের স্বর্গসম, পৃথিবীর মহামূল্য সম্পদ,
জীবনের প্রথম শিক্ষাগুরু তুমি, ঘুঁচিয়েছ সকল বিপদ ।
রাখবে মাগো তোমার সন্তান তোমায় সর্ব ঊর্ধ্বে সকাল-সাঁঝে,
বয়সের ভারে অচল হলেও মাথায় চড়িয়ে চলবো সকল কাজে ।।