বাংলা ভাষায় ফোঁটে মোদের প্রথম মুখের বুলি
জনম মোদের এই মাটিতে কভু সে ভাষা না ভুলি,
মাতৃভাষার গর্বে যাঁরা দিয়েছিল প্রাণ
একুশে ফেব্রুয়ারিতে মোরা মাথায় রাখি তাদের দান।
                      ******