বাংলা ভাষায় ফোঁটে মোদের প্রথম মুখের বুলি
জন্ম মোদের এই মাটিতে, কভু সে ভাষা না ভুলি,
মাতৃভাষার গর্বে যাঁরা দিয়েছিল প্রাণ
এই একুশে ফেব্রুয়ারি মোরা মাথায় রাখি তাঁদের দান।

                    ***