মানুষ তুমি সভ্য কেন হলে ?
অসভ্যতায় কেন গেলে না ভেসে ?
তাহলে হয়ত: দেখতে হত না মানুষের এই সভ্য রূপ
বিদ্যা আর বুদ্ধি নির্বিদ্বিধায় খেলে যেত হেসে ।
মানুষ তুমি সভ্য কেন হলে ?
শুভ চেতনার হাঁড়িকাঠে কেন হলে বলি ?
সভ্যতার পাঠ বাড়াতে গিয়ে করলে দলাদলি
আত্মসচেতনতায় মানবতার হল জলাঞ্জলি ।
মানুষ তুমি সভ্য কেন হলে ?
সভ্যতার আলোকে প্রতারণাকে করেছ গগন ?
হিংসা-দ্বেষ আনে কি সভ্যতা ?
তোমার সভ্য হওয়ার শিক্ষা কি নারী অবমাননা ধর্ষণ ?
মানুষ তুমি সভ্য কেন হলে ?
পশুরা লজ্জা পাবে কেন তোমায় দেখে ?
লালসা-কামনাই যদি সভ্য হওয়ার পাঠ হয়
মানুষ যেন আবার আদিম যুগে ফেরার পাঠ শেখে ।