মানুষ, তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সভ্য জীব
বলা কি যায় এ সভ্যতা তোমার ?
তোমার আপন কু-কর্মের নারকীয়তায়
অবলীলায় ধ্বংস করে চলেছ উন্নতির সর্বস্তর ।
ক্রমান্বয়ে সেই আদিম যুগ হতে
চলেছ দেখে শিক্ষার আলো, অগ্রগতির সোপান,
তবে কেন আজ আগুন ধরিয়েছ পৈশাচিকতায় ?
নিজের কাছে প্রশ্ন রাখো, সর্ব-মানবিকতার অবনমনে ।
মানুষ, কে শেখালো তোমায় নিষ্ঠুরতার পাঠ ?
যে পাঠে পশুরাও লজ্জা পায়, মুখ লুকোয়,
তুমি তো সভ্যতার ইতিহাসের অন্যতম দন্ড
কিন্তু সেই দণ্ডে আজ জ্বলছে আঁধারের জ্বলন্ত শিখা ?
উন্নত শিরে উঠে দাঁড়াও, জাগাও বিবেকবোধ
ভোলো হিংসা-দ্বেষ, হোক শুভ চেতনার উন্মেষ,
ফুলের মত প্রস্ফুটিত হোক তোমার জগৎ
সম্প্রীতি আর ঐক্যের বন্ধনে দেখাও তোমার সভ্যতার দিখা ।।
*********