লন্ডভন্ড সবকিছু
দিশেহারা মানুষজন,  
ধ্বংস-বিবাদে লুন্ঠিত ধরাতল
বিপর্যস্ত প্রকৃতি, বিপর্যস্ত প্রাণীকুল ।
ধ্বংস-তুফানে উত্তাল
ধরণীর শান্ত রূপ,
ছবিতে ধরা দেয় টলমল প্রতিচ্ছবি
ভবিষ্যতের গড্ডালিকায় সেটিই হয় কারণ ।
মানবিকতা শ্রেষ্ঠ হয়েছে উন্মাদনাময় ভালোবাসায়
জ্বলন্ত কলকাঠির দাক্ষিণ্যে,
বুকুনি আর চোখের কোণে থাকা বাঁকা হাসি
নীরবে নিভৃতে পরিণত হয় অট্টহাসি ।
মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব
শুভ চিন্তনের মগজ ধারক,
মানুষ কিন্তু ভেসে যেতে পারে সেই অট্টহাসিতে  
দোর্দ্যোন্ডপ্রতাপ মূর্তিতে ।
তবু, মানুষ মানবতার পূজারী হয়ে
ঐক্যতার বন্ধনে হতে চায় আবদ্ধ,
মানবতাবোধ বিবেকবোধ দুর করে দিক
লণ্ডভণ্ড অন্তঃস্থল, শঙ্কিত ভুবন, কম্পিত বক্ষ ।।
          ***