মানবিকতা
মানুষের ধর্ম,
সুন্দর চেতনায়
ঘটুক উন্মেষ সদা,
আসবে মনের মুগ্ধতা ।
জাগবে সুখে হৃদয়
মানব জাতি কূলে,
ঐক্যের বন্ধনে
শুভ্র স্নিগ্ধতা।।