জগতে আছে একটাই ধর্ম
সে তো মানবধর্ম,
সেথায় আছে মানবতা-বিবেকবোধের অধিকার  
আছে সহনশীলতা ধৈর্য-সহ্যের অঙ্গীকার ।  

ঐক্যের বন্ধনে মিলিয়ে মন-প্রাণ  
নিজ স্বার্থ ত্যাগে সর্বদা হবে সে বলিয়ান,
অপরের সুখে উদ্বেলিতহবে তার সুখ
অপরের দুঃখে সদা জাগবে তার মনে দুখ ।

মানব ধর্মই জগতের শ্রেষ্ঠ ধর্ম
সকল মানবজাতি বুঝুক তার মর্ম,
হিংসা-দ্বেষ কভু রবে না তার
সদা দূর করবে সকল সংস্কার ।

জীবের প্রেমে নিয়োজিত করবে সে সর্বদা দয়ায়
আনন্দ উচ্ছ্বাসে ঘুরবে মন মায়ায়,
সবার তরে উন্নীত হবে মানব প্রতীকের প্রজ্জ্বলিত বাতি  
সর্বশক্তিমান ঈশ্বর থাকবে তার সাথে সাথী ।।

                       *********