চলছে লড়াই দুনিয়া জুড়ে
চলছে সংগ্রাম কত সমস্যার তরে অবিরত,
বেকারত্বের জ্বালায়,খাদ্যের অন্বেষণে ছুটছে মানুষ
দিনে রাতে নেই বিরাম, চলছে লড়াই প্রতিনিয়ত ।
সংসারে চলে লড়াই, সমাজে চলে লড়াই
বনি-বনাতে হয় সদা অভাব,
কলহ –বিবাদে জেরবার হয়ে লড়াই ওঠে তুঙ্গে
যে লড়াইতে পাল্টে যায় না কারো স্বভাব ।
সমাজে লড়াইয়ের আছে কি কোন যৌক্তিকতা ?
প্রতিবন্ধকতা সরিয়ে লড়াই আসুক আলোচনার ব্রতে,
সমস্যা মিটে যাবে ঐক্যবদ্ধতার সমীকরণে
ভালোবাসার বন্ধনে লড়াই থেমে যাবে শান্তির স্রোতে ।।
******