জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় লাঠি ।
যাকে কেন্দ্র  করে প্রতিটি অধ্যায়ের ওঠা বসা
সে কখনো জীবন বাঁচায়, কখনো কাঁদায় ।
জন্মের অস্তিত্বের অবলম্বনের লাঠি যেমন পিতা-মাতা,
তেমনই বিদ্যাক্ষেত্রে শিক্ষাগুরু, কর্মক্ষেত্রে সহকর্মীবৃন্দ ।
পরবর্তী অধ্যায়ে স্বামী স্ত্রীর, স্ত্রীর স্বামী,
শেষ জীবনে অন্ধের যস্টি সন্তান-সন্ততি ।
বেঁচে থাকার প্রতিটি সময়ে প্রতিটি পদক্ষেপে
জ্ঞানে-অজ্ঞানে জড়িয়ে আছে লাঠি ।
লক্ষ্যে-অলক্ষ্যে এক ভরসার স্তম্ভ লাঠি
আত্মরক্ষার অধিকারে চলে লাঠি ।
জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি পদক্ষেপে
বেঁচে থাকার সোপানই হল একমাত্র লাঠি ।
কভু হয় না যেন তার অবহেলা,
জীবনের বড় সম্পদকে
ব্যবহার করো না তারে বৃথা কাজে,
ভালোবেসে নিও সাথে
সদা ভালো কাজে ।
সবার সাথে জড়িয়ে থাকা লাঠি
নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তির বাণী।।
                        ******