লাল-পলাশ এসেছে নিয়ে বসন্তের বাহার,
দিগন্ত-জোড়া উচ্ছাসে তখন ভালোবাসার সমাহার ।
ভ্রমর গান করে চলে গুন-গুন গুন-গুন,
প্রজাপতির রং-বেরঙের ডানায় তখন উত্তাল ফাগুন ।
লাল-পলাশ আগুন-রঙে রক্তিম হাসি হাসে,
কুহু-কুহু পিউ-কাহা তখন তোলে তান বাতাসে ।
শিমুল-রাঙা মিষ্টি ফুল যখন দেয় দোদুল দোল,
অনুরাগের ছোঁয়ায় তখন বাঁধন-ছেঁড়া বোল ।
লাল-পলাশের নেশায়-নেশায়,  
মন ছুঁয়ে যায় তখন অচেনা ভালোবাসায়  ।
নদীর ছল-ছলাৎ জলে প্রতিচ্ছবি ভাসে রঙিন বিভূতি,
সবার রঙে মিশে ছড়ায় তখন এক আনন্দ-অনুভূতি । ।
                      -------------