বৃষ্টি ভেজা লাল মেঠো পথ ধরে.....
তুমি আমি হেঁটে চলি মেঘের অনুরাগে,
রিমঝিমঝিম ধ্বনি তুলে আসে সে বারে বারে
বাতাসে সুর রেখে যায় অজানা রাগে।
সবুজ কিশলয়ের উচ্ছ্বাসে ভালোবাসার আবেশ ....
বেলি-জুঁই-মালতিরা তাদের সুবাস নিয়ে করে কানাকানি,
ধূসর ক্যানভাসে এঁকে চলি নীলাঞ্জনার ছবি
জলরঙে রাঙিয়ে বলি তোমারে খুব জানি।
চোখের কোল ঘেঁষে পড়ে চলে সে অঝোর ধারায়.......
সর্বদা উত্তাল , শোনেনা কারো বারণ,
একনাগাড়ে নূপুর বেজে যায় মনের নিয়মিত গহনে,
ও যে প্রতিনিয়ত দোদুল দোলে, তোলে মনের অনুরণন ।
।