কুয়াশার পর্দা-ছেঁড়া একমুঠো
সোনালী রোদের আবির
এঁকে দেয় সাত-রঙা আলপনা
মনের অলিন্দে ।
বাতাসের ঝিরি-ঝিরি পরশে
উড়ে আসা রঙিন কণাগুলো
বিচ্ছুরণে ছড়ায় মধুর প্রেম-খেলা
খুশির বাঁধ-ভাঙ্গা ঝরাপাতায় ।
মল্লিকা, গাঁদা, চন্দ্রমল্লিকার সুবাসে
শ্বেত-শুভ্র শীত আলিঙ্গন করে
কুয়াশার চাদর সরিয়ে
সোনালী রোদে, মনের গহনে ।।