কুয়াশার পর্দা ছেঁড়া শীতের সকালে সোনালী আভা,
ভরিয়ে তোলে মনের আঙ্গিনায় রক্তিম আনন্দের শোভা,
শিশিরের মুক্ত দানায় ফুটে ওঠে আগামীর প্রত্যাশা,
প্রকৃতির নৈসর্গিক অমৃত লহরীতে নব সবুজের আশা।
আকাশেতে ভেসে বেড়ায় মেঘেরা কত স্বপ্নের আনাগোনায়,
চন্দ্রমল্লিকা মালতি রূপের পশারে আকে ভালোবাসা জল্পনায়,
অভিমানী বাতাস উড়ায় শুকনো ঝরা পাতা আল্পনায়।।