বানর থেকে ক্রমবিবর্তনে রূপ নিয়েছে মানুষ
পাথরে পাথর ঘষে জ্বালিয়েছে আগুন,
গড়েছে শিক্ষিত সমাজ
বিজ্ঞানের শীর্ষসীমায় উন্নতির সোপানে
উঠেছে ধাপে ধাপে,
করেছে জয় সমগ্র বিশ্ব আকাশ
পরিগণিত হয়েছে আজ সর্বশ্রেষ্ঠ জাতিতে ।
তবু মানুষ তুমি কেন হারাও বিবেকবোধ
জাতি ভেদের তকমা কেন রাখো মনের কোণে?
জাগাও তুমি মানবতা বোধ
প্রমাণ কর তুমিই সর্বশ্রেষ্ঠ
ক্রমবিবর্তনের সোপানে ।
****