কেন চড়িয়ে ফেলো ক্রোধের পারদ
হয়ে যায় পারস্পরিক বিভেদ,
সংযম মানবতার এক প্রতীক
একটু মানিয়ে নিলে থাকে না কোন খেদ ।

দেখেছো তো কিভাবে জ্বলে আগুনের লেলিহান শিখা
ঠিক পদ্ধতিতে না নেভালে, নেভেনা আগুন সেথা,
ছারখার করে দেয় সবার অমূল্য ধন
কোন কুল-কিনারা থাকেনা যেথা ।

ক্রোধ ভুলে, বিভেদ ভুলে
হাসি ভরা মুখে হও একসাথে,  
লাগবে না কোনো ক্রোধ-আগুনের আঁচ
বইবে ভালোবাসার বাতাস মৌতাতে ।।
          ****