বঞ্চনা  কভু নয় কাহাকেও  
উল্টো ফল আসবে প্রবঞ্চনা হয়ে নিজ কাছে,  
চুরি, বাটপারি, অশান্তি, মিথ্যাচার ভুলে থাকলে সৎপথে
সত্য সত্যই দেখা যায়, “শান্তির বরিষ ধারা”সদা সেথা আছে।

বঞ্চনা করে যায়না ভালো থাকা
বিবেকবোধ দংশন করে মনুষ্যত্বের আকাশে,  
বঞ্চনার পথ বড়ই আঁকা-বাঁকা
শুধু কালিমালিপ্ত করতেই সে ভালোবাসে।।
              ***