কত না পাপ লুকিয়ে আছে অন্ধকারে
মনুষ্য-মনে, পরিবারে, সমাজের অলি-গলি,
পাপের আধারে সিক্ত হয়ে ওঠে উর্বশীর শরীর
চিত্ত চাঞ্চল্য সৃষ্টি করে চিত্তকেই দেয় বলি ।
পাপের আঁধারে ঘোরাফেরা করে
লোভ, হিংসা, দ্বেষ থেকে প্রতারণা হয়ে ধর্ষণ
কলুষতা মাখা পিপাসু ছোঁয়া অনুভূতিগুলো
করে চলে মনের উপর অবিরত বর্ষণ ।
প্রশ্ন থেকে যায় দুর হবে কি এ অন্ধকার
দুর হবে কি পাপের পাহাড়, কামাতুর মনোভাব ?
উত্তরে আসে দুর করা যায় নিশ্চয়ই এ আঁধার
যদি থাকে মোদের শুদ্ধিকরণের চেষ্টা ও সদ্ভাব ।।