কথার মাঝে লুকিয়ে থাকে স্বপ্ন
খুঁজি তা শব্দের অনুরণনে,
চোখের আড়ালে সুপ্ত সাজে
হৃদয়ে অনুভূতি আসে তা বরণে ।
কথা-মালার বন্ধনে গাঁথে সেথা
কত রাগ-অনুরাগ অভিমান মধুরতায়,
ঊষার আলোর রক্তিম ছ’টা
মানসপটে প্রতিভাত হয় মনোরম স্নিগ্ধতায় ।
বহুরূপের মাঝে অনুসন্ধানের হয়না শেষ
শত-শত পথের দিশায় হারাই বার বার,
তবুও স্বপ্ন আশার দোদুল দোলে
প্রতীক্ষার প্রহর গুনে চলি দুর্নিবার ।।
******