কথার মালা গেঁথে গেঁথে......
কাব্য রচনায় ভরে ওঠে মন,
কখনো বাস্তবের প্রতিচ্ছবি.....
কখনো অতীতের আলাপন ।
কথা-মালার গাঁথুনিতে অনুভূত হয়
বিচ্ছেদ-ব্যাথা, দুঃখ-সাগরের জ্বালা,
চুপি-চুপি মেঘের কাছে কথা বলে
সুখের আকাশেও ভাসে গাঁথুনির কথামালা ।
শব্দের জাদুতে ভরিয়ে তোলে অন্তরের ভালোবাসা
সৌজন্যতার মোড়কে স্নিগ্ধতায় আঁকা ছবি,
ঐক্যের, বন্ধনের সে যে এক প্রতিমূর্তি
তাইতো গেঁথে চলে কথামালা শত শত কবি ।।
*******